আগামী ১৭ ফেব্রুয়ারী-২০২৩, শুক্রবার অনূষ্ঠীত হতে যাচ্ছে চাঁপাই উৎসব; যা কিনা বিগত এক যুগের ঐতিহ্যের ধারাবাহিকতা। তবে এ বছর উৎসবের আঙ্গিক এবং উপভোগ্যতায় যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা এবং নান্দনিকতা।
জেলার ঐতীহ্যকে ঢাকাস্থ চাঁপাই বাসীদের সামনে তুলে ধরতে এবারও থাকছে হৃদয় রাঙ্গানো নানা আয়োজন। কালাইয়ের রুটিসহ নানান খাবারের সাথে থাকছে গুণীজন সংবর্ধনা, ছাত্রবৃত্তি এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরাসহ মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের প্রানের উৎসবে আপনি সপরিবারে আমন্ত্রিত।
ঢাকায় এলাকা ভিত্তিক রেজিষ্ট্রেশন চলছে। দয়া করে নিম্নলিখিত সদস্যদের সাথে যোগাযোগ করুন এবং রেজিষ্ট্রেশন নিশ্চিত করুনঃ
কালাইয়ের রুটি
পিএসসি কনভেনশন হল, পুলিশ স্ট্যাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা