চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা

ইভেন্টের তথ্যঃ

আগামী ১৭ ফেব্রুয়ারী-২০২৩, শুক্রবার অনূষ্ঠীত হতে যাচ্ছে চাঁপাই উৎসব; যা কিনা বিগত এক যুগের ঐতিহ্যের ধারাবাহিকতা। তবে এ বছর উৎসবের আঙ্গিক এবং উপভোগ্যতায় যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা এবং নান্দনিকতা।
জেলার ঐতীহ্যকে ঢাকাস্থ চাঁপাই বাসীদের সামনে তুলে ধরতে এবারও থাকছে হৃদয় রাঙ্গানো নানা আয়োজন। কালাইয়ের রুটিসহ নানান খাবারের সাথে থাকছে গুণীজন সংবর্ধনা, ছাত্রবৃত্তি এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরাসহ মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের প্রানের উৎসবে আপনি সপরিবারে আমন্ত্রিত।

ঢাকায় এলাকা ভিত্তিক রেজিষ্ট্রেশন চলছে। দয়া করে নিম্নলিখিত সদস্যদের সাথে যোগাযোগ করুন এবং রেজিষ্ট্রেশন নিশ্চিত করুনঃ

মিরপুর
  • আবুল কালাম আজাদ- ০১৭১৩৩৭৫৭৬১
  • ইঞ্জিঃ আসাদুজ্জামান-০১৭৭৭৬৭৪২১৭
  • রুমিউল ইসলাম-০১৩২২৮৯০৭৮৪
মোহাম্মদপুর
  • বিভাস কুমার সরকার- ০১৭১১০৭৭৩৮৩
  • মাসুদ রানা-০১৫১৬১৪৬৪৪৭
  • ইমতিয়াজ রিদয়- ০১৭৮১৯৬০৯৫০
ইউনিভার্সিটি
  • নাফিউল ইসলাম- ০১৭৪০২১৬৫২৪
  • ওলিউর রহমান- ০১৩২৪২১২৪৮০
  • ইকবাল- ০১৭১৪৪২২৬৯৪
ডেমরা, যাত্রবাড়ী/ওয়ারী
  • সার্জেন্ট আরিফ- ০১৭২৮৪৫৯১৯৬
  • সার্জেন্ট চন্দন-০১৭২৬৩২৫৭৮৫
উত্তরা
  • রাজ্জাক- ০১৭১১২২৮৯৮২
  • মোস্তাফিজ- ০১৭১৮৮২৪৬৫০
কমলাপুর/ রামপুরা
  • আব্দুল লতিফ- ০১৭১৫১৭৭২৯২
  • তহুর আহমেদ-০১৭১২০৭৯৬৮
গুলশান
  • নাফিসা- ০১৯২৫৩৮৯৮৮৮
  • ইজমো আহমেদ- ০১৭৪৪৬০৬৭৪৩

অনুষ্ঠান সূচিঃ

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী-২০২৩

সকাল ৮ঃ০১-৯ঃ০০
সকালের নাস্তা

কালাইয়ের রুটি

সকাল ৯ঃ০১-১০ঃ১৫
১৩ তম চাঁপাই উৎসব উদ্বোধন
সকাল ১০ঃ১৬-দুপুর ১১ঃ১৫
গুণীজন সম্মাননা প্রদান
দুপুর ১১ঃ১৬-১২ঃ৩০
আলোচনা
সকাল ১২ঃ৩১-বিকেল ০৩ঃ০০
নমাজ ও দুপুরের খাবার
বিকেল ০৩ঃ০১-০৪ঃ৩০
বার্ষিক সাধারন সভা
বিকেল ০৪ঃ৩১-সন্ধ্যা ০৬ঃ৩০
কৃতি ছাত্র/ছাত্রী সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান
সন্ধ্যা ০৬ঃ৩১-রাত ০৮ঃ৩০
সাংষ্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা
রাত ০৮ঃ৩১-০৯ঃ০০
র‍্যাফেল ড্র

সম্মানিত অথিতিবৃন্দ

আসছে...

উৎসবের ভেন্যু

ঠিকানা

পিএসসি কনভেনশন হল, পুলিশ স্ট্যাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা