চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নতুন সভাপতি ডিআইজি নুরুল


চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন। 

 

সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ আব্দুল লতিফ ও মো. ফিরোজ আহমেদ।  সহ-সম্পাদক হয়েছেন  ডাক্তার রেজাউল করিম কাজল।

 

কোষাধ্যক্ষ মু. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিরুল হক মিন্টু, মেজর অবসরপ্রাপ্ত আমিরুল ইসলাম, মো. কুতুবুদ্দিন, আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আসাদুজ্জামান, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বিভাষ কুমার সরকার, সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মোহা. কাজেম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

 

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন - আনোয়ার হক, ক্যাপ্টেন মো. শাহআলম, গোলাম কিবরিয়া, ড. আবুল হাসান শামীম, এমএ আওয়াল গনি জোহা, মো. শাজাহান আলী, শাহরিয়ার মাহমুদ প্রিন্স, ইঞ্জিনিয়ার সবিউল আলম সবুর, ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশিদ, সৈয়দ নাজমুল ইসলাম মানিক, অলিউর রহমান বুলেট ও মাসুদ রানা। 

 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা ভোটে মনোনয়ন পত্র প্রদানের শেষ দিন ছিল ১৪ আগস্ট। এতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় সৈয়দ নুরুল ইসলাম সমর্থিত প্যানেলকে আমরা বিজয়ী বলে ঘোষণা করেছি। তাদের অভিনন্দন জানিয়েছি।